গড়পাড়া ইউপির একটি স্বনামধন্য হাট রয়েছে যার নাম বাংলাদেশ হাট,পূর্বে এই হাটটির নাম ছিল পাকিসত্মান হাট।এই হাটটির পিছনে রয়েছে যুদ্বের করম্নন ইতিহাস।এই হাটটি সপ্তাহে দুইবার মিলিত হয় ।এই হাটটিতে প্রতি হাটে চার থেকে পাঁচ হাজার লোকের সমাগম হয়।দুরদুরামত্ম থেকে লোক এসে তাদের নিত্যপ্রযোজনীয় জিনিস পত্র কেনাবেচা করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস