Wellcome to National Portal

*** গড়পাড়া ইউনিয়ন পরিষদের তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম *** নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধ করুন। শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করুন ও পাশাপাশি কোন ব্যক্তি মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু ‍নিবন্ধন করুন***

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়নেরইতিহাস

ইউনিয়নের ইতিহাস

গড়পাড়া ইউনিয়ন এর ইতিহাস অনেক বড় এক ইতিহাস। গড়পাড়া মানিকগঞ্জের এত নিকটে অবস্থিত যে এখান হতে অনেক ইতিহাসের জন্ম হয়েছে। গড়পাড়ায় কোন বড় মাপের মানুষ ছিল না। এখানে মাত্র ১৬ - ১৮ টি গোয়াল পরিবার বসবাস করত। তারা ছিল হিন্দু। তারা তাদের জীবন জীবিকার জন্য অনেক কষ্ট করে গেছেন। তাদের সেই সকল গোয়াল দের পরিবার রাই মুলত এই গড়পাড়ার ইতিহাস। বলতে গেলে বলতে হয় সেই সময় হতেই কালের পরিক্রমায় সেথানের নাম সোলাই বোবিন্দপুর এর পর গোয়ালপাড়া তারপর গড়পাড়ায় রুপান্তরীত হয়ে গড়পাড়ার নাম হয় গড়পাড়া।

 

সুত্রঃ মানিকগঞ্জ জেলা ইতিহাস বই।